জামালপুর প্রতিনিধি: জামালপুরে কবি-সাহিত্যিকদের সাহিত্যের নতুনধারা শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে সাহিত্য আড্ডায় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক ফাহিম ফিরোজ।
এছাড়াও কবি ও লেখক মাহবুব বারী, শেখ ফজল, শাহ জামাল, রফিকুল ইসলাম মহব্বত, সেলিম রেজা, হৃদয় লোহানী, রানামৃধা, আরিফুল ইসলাম লাভলু, জাকিরুল হক মিন্টু, ফারুক হোসেন, সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সাহিত্যের বিভিন্ন ধারা ও শুদ্ধ সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন। সাহিত্য আড্ডা সঞ্চালনা করেন সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ।
(ads1)
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।