জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বহুল আলোচিত অটোরিক্সা চালক লাইজু মিয়া হত্যা মামলার পলাতক আসামী জাকির হোসনেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ২ জুলাই দুপুরে জামালপুর ফৌজদারি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সরিষাবাড়ি উপজেলার সামর্থ বাড়ি ঝালুপাড়ার আব্দুল লতিফের ছেলে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ অক্টোবর রাতে অটোরিক্সা ছিনতাইযের পর ড্রাইভার লাইজুকে হত্যা করে। এ ঘটনার পর থেকেই ঘাতক জাকির পলাতক ছিল।
জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করার নিমিত্তে জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।