শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সবুজপাড়ার ধাপানের বিল নামক এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম-৪ আসনে সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, ভাইস চেয়ারম্যান সামছুল দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রংপুর সার্কেলের বিএমডিএ ইআইআরপি ও প্রকল্প পরিচালক প্রকৌশলী হাবিবুর রহমান খান, সহকারী প্রকৌশলী বিএমডিএ রৌমারী সৈয়দ মো. মিজানুর রহমান, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, হাজী মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।