হারুন ইসলাম, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
সোমবার (১৫ জুলাই) সকালে বকশীগঞ্জ থানার কার্যক্রম পরিদর্শনে গেলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা।
বকশীগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শনে গেলে পৌর মেয়র ফকরুজ্জামান মতিন তাঁকে শুভেচ্ছা জানান ।
এছাড়াও বকশীগঞ্জ ইউএনওর কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, বগারচর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
দুপুরে বগারচর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা , বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।