শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে বন্যা কবলিত ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এনজিও।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় ন্যশনাল চর অ্যলায়েন্স,উন্নয়ন সমন্বয় ও সিএসডিকে’র অর্থায়নে এসো জীবন গড়ি যুব সংস্থা (এজেডজিএস) আয়োজনে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ১০০টি পরিবার ও রাজিবপুর উপজেলায় কোদালকাটি ইউনিয়নের উত্তর চরসাজাই আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত ৫০টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল ও ১ কেজি চিড়া বিতরণ করা হয়।
বিতরণের সময়ে উপস্থিত ছিলেন সিএসডিকে এনজিও’র সভাপতি মো. ফজর আলী, নির্বাহী পরিচালক মো.আবু হানিফ, সহকারী পরিচালক ও এজেডজিএস এর সভাপতি মো. হারুন অর রশিদ, এজেডজিএস সংস্থার সহ-সভাপতি মো. হামিদুর রহমান হিরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মো. মাসুদ রানা, স্থানীয় সিএসডিকে এনজিও’র কর্মী মো. রিপন, শাকিল, মাসুদ রানা, ফজলু, নাজমুল, শাহাদত, শাহজামাল ও আবুল কালাম আজাদ প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।