শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ বিষয়ে করণীয় শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে বন্দবেড় ইউনিয়নের সেন্টার ফোর সোসাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে’র অফিস কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিএসডিকে’র নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার।
এসময় বক্তব্য রাখেন, রৌমারী থানার ওসি তদন্ত আল হেলাল মাহমুদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা সুপার ভাইজার আপেল মিয়া, কিশমত উল্লাহ বালাজান কৃষি ডিপ্লোমা’র অধ্যক্ষ আব্দুল মতিন, সাংবাদিক মতিয়ার রহমান চিশতী ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারুনর রশিদ শাকিল।
বক্তারা বলেন, কিশোর গ্যাং ও অপরাধের সাথে জড়িত কিশোরকে সুস্থধারায় ফিরিয়ে আনতে হবে, মা-বাবাকে সচেতন হতে হবে, কিশোরকে খেলাধুলা মুখি করতে, সাংস্কৃতিকমনা করতে হবে। তাহলেই এই কিশোর গ্যাং এর মত অপরাধ থেকে তাদেরকে রক্ষা করা যাবে। সেই সাথে সমাজের সবাইকে সচেতস হতে হবে এবং প্রশাসনকে আরো কঠোর হতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।