ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে দেশে ফিরেছেন ক্রিকেটাররা, সাকিব ছাড়া!

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্র মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এখনও দেশে ফিরে আসেননি তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে দেশে ফিরেছেন ক্রিকেটাররা, সাকিব ছাড়া!



শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি  টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলে ইতোমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তাওহিদ হৃদয়। তবে এখনও জাতীয় দলের চলমান ক্যাম্পে যোগ দেননি তারা। 

একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্র মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এখনও দেশে ফিরে আসেননি তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজ নিজ দলের হয়ে খেলতে দেশ ছেড়েছিলেন এই পাঁচ ক্রিকেটার।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের তাসকিন, ডাম্বুলা সিক্সার্সের হয়ে হৃদয়-মুস্তাফিজ, ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলেছেন পেসার শরিফুল। এলপিএলে ভালো পারফরমেন্স করতে পারেননি এই চার খেলোয়াড়ের কেউই। বাজে পারফরমেন্সের কারনে বাধ্য হয়ে তাদের একাদশে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। 
৪ ম্যাচে ওভার প্রতি ১১ দশমিক ০৬ রান করে দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। শরিফুল ৫ ম্যাচে এবং তাসকিন তিন ম্যাচে সমান ৪টি করে উইকেট নেন। তবে তারা ছিলেন ব্যয়বহুল । ব্যাট হাতে হতাশ করেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হৃদয়। এলপিএলে ডাম্বুলার হয়ে ৩ ম্যাচে মাত্র এক রান করেন তিনি। 
প্রথম দেশে ফিরে আসেন শরিফুল। টুর্নামেন্ট শেষে দেশে ফিরেন বাকি তিনজন। গল মার্ভেলাসকে ৯ উইকেটে হারিয়ে  এলপিএলের শিরোপা জিতে নেয় জাফনা কিংস। 
এদিকে মেজর লিগে হতাশাজনক পারফরমেন্স করেছেন বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা সাকিব। লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে চার ম্যাচে খেলেছেন তিনি। ঐ চার ম্যাচের তিনটিতেই হেরেছে তার দল। পঞ্চম ম্যাচের একাদশ থেকে সাকিবকে বাদ দেওয়ার পর জয়ের দেখা পায় লস অ্যাঞ্জেলেস।  
৪ ম্যাচে ব্যাট হাতে ১২৫ স্ট্রাইক রেটে মাত্র ৬০ রান এবং বল হাতে ১১ দশমিক ১০ ইকোনমি রেটে মাত্র ১টি উইকেট নেন সাকিব। এমনকি কোন ম্যাচেই তাকে ৪ ওভারের কোটা পূরণ করতে দেননি অধিনায়ক সুনীল নারাইন।
এখনও যুক্তরাষ্ট্রে থাকা সাকিব, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে আগামীকাল (শুক্রবার) কানাডায় যাবেন বলে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন। তারকা এ অলরাউন্ডার কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। 
(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top