শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে ব্রম্মপুত্র ফিলিং স্টেশনে ক্রেতাকে জ্বালানী তেল কম দেওয়ার অভিযোগ উঠেছে। তেল কম দেওয়ার ঘটনার সাথে জড়িত পারভেজ (২৩) নামের এক কর্মচারী পলাতক রয়েছে।
শনিবার ২টার দিকে রৌমারী ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে। পারভেজ রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে ট্রাক মালিক রবিউল ইসলাম নয়ন ২টি ট্রাকে তেল নিচ্ছিলেন। তিনি নিয়মিত রৌমারী ব্রম্মপুত্র ফিলিং স্টেশন থেকে জ্বালানী তেল নিতেন। কিন্তু কিলোমিটার অনুযায়ী প্রায় দিন তেলের পরিমান কম দেওয়ার সন্দেহ করেন রবিউল। ঘটনার দিন ট্রাক চালককে পাম্প থেকে ট্রাকে তেল নিতে পাঠিয়ে দেন। এসময় ফিলিং স্টেশনের কর্মচারী রবিউল অন্য একটি জ্যারিকেনের মধ্যে ১০ লিটার তেল দিয়ে অন্য গাড়িতে রাখে এবং মিটার রিডিং বন্ধ না করেই তার গাড়িতে বাকি তেল দেন। এতে ট্রাকে ২০০ লিটার তেলের মধ্যে ১০ লিটার তেল কম দিয়েছে বলে সন্দেহ করেন রবিউল। পরে ট্রাক মালিক রবিউল বিষয়টি নিয়ে চ্যালেঞ্চ করলে তেল পাম্প কর্মচারী পারভেজ সত্যতা স্বীকার করেন। এর আগেও ওই তেল পাম্প থেকে তেল কম দেয়া, গ্রাহকের তেল চুরি করা, লিটারে দাম বেশী নেয়া, ভেজাল তেল বিক্রিসহ নানা অনিয়মের চিত্র বেরিয়ে আসে। এসব ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাও করেন এ ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে। তেল কম দেওয়ার বিষয়টি জেনে ফিলিং স্টেশন পরিচালক হাশেম মাষ্টার রৌমারী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ব্রম্মপুত্র ফিলিং স্টেশন এর পরিচালক হাশেম মাষ্টারকে তেল কম দেওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে তেল চুরির সাথে জড়িত থাকবে তাকেই চাকুরি থেকে বাদ দেওয়া হবে।
ইতিপূর্বে যারা তেল চুরি করেছে, তেল কম দিয়েছে তারেদকে চাকুরি থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরেও প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছিল।
এবিষয়ে এসআই আব্দুল আলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। তবে ওই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানায় সালিশের মাধ্যমে মিমাংসার কথা বলা হলেও তা হয়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।