সেবা ডেস্ক: মেধাবী নাট্যনির্মাতা যুবরাজ খান ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন নাটক 'অবিরাম দেবদাস'। বদরুল আনাম সৌদ রচিত এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানা লোকেশনে। নাটকটিতে বিশেষ দুই চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা নাসিম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম।
'অবিরাম দেবদাস' নাটকে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, “নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। যুবরাজ খান প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন, যার ফলে তার কাজের ধরন আলাদা হয় এবং কাজও হয় বেশ গোছানো ও পরিপাটি। মম নিঃসন্দেহে একজন গুণী ও পরিণত অভিনেত্রী। এক কথায়, চমৎকার অভিনয় করে।”
নাটকে নাসিম ও মম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। নাসিম উল্লেখ করেন, তাদের কাজের বোঝাপড়াটা চমৎকার, কারণ এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন। নাসিম ও মম সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছিলেন।
মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ওরা সাতজন', যা পরিচালনা করেছেন খিঁজির হায়াত খান, তাতে অভিনয়ের জন্য মম বেশ প্রশংসিত হয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।