হারুন ইসলাম: জামালপুরের বকশীগঞ্জে শিকলে বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া (৩৭) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
গতকাল রোববার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ঝিনারি গ্রামের মো: জবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাট্টাজোর ইউনিয়নের কুলুপাড়া মোড় এলাকায় এক পায়ে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মৃত রুবেল মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।