সেবা ডেস্ক: ২০১৩ সালের চাঞ্চল্যকর কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মোঃ শাহিন(৩৯)'কে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা গাড়াউন্দ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ও সিপিসি-২ কিশোরগঞ্জ।
জামালপুর র্যাব-১৪’র অভিযানে কিশোরী অপহরণ-ধর্ষণ মামলার পলাতক আসামী শাহিন মিয়া (৩৯)কে আটক করেছে।
আটককৃত শাহিন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বনকুড়া গ্রামের শামসুল হকের ছেলে। ৫ জুন রাতে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়া্উন্দা এলাকা থেকে আটক করেছে।
মামলার সংবিক্ষপ্ত বিবরণে প্রকাশ, ২০১৩ সালের জুন মাসে নালিতাবাড়ির স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বাড়ি ফেরার পথে অপহরণ করে গাজীপুরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর দাদী রহিতননেছা বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালতে সাক্ষ্যপ্রমাণে দোষি সাব্যস্ত হয়। ১/০২/২০২১ বিজ্ঞ বিচারক মোঃ আখতারুজ্জামান আসামী শাহিনকে ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।
র্যবা-১৪ সিপিসি-১, কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।