সুপার এইটে বাংলাদেশ: নেপালকে হারিয়ে টিকে থাকলো টুর্নামেন্টে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: কোনো সমীকরণের দরকার হয়নি, শেষ ম্যাচে জিতে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঈদুল আজহার দিন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুই পেসার তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং নৈপুণ্যে ২১ রানে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।

সুপার এইটে বাংলাদেশ নেপালকে হারিয়ে টিকে থাকলো টুর্নামেন্টে



এই জয়ের ফলে গ্রুপ 'ডি'তে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সুপার এইটে উঠলো বাংলাদেশ। নেপাল ছাড়াও গ্রুপ পর্বে শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। এটি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ৩ ম্যাচ জয়ের নজির গড়লো বাংলাদেশ।

সুপার এইটে বাংলাদেশ গ্রুপ-১এ অস্ট্রেলিয়া (২১ জুন), ভারত (২২ জুন) ও আফগানিস্তানের (২৫ জুন) বিপক্ষে খেলবে। দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। তানজিম ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে ৮৫ রানে গুটিয়ে দিয়ে ২১ রানে জয় তুলে নেয় টাইগাররা। তানজিম ৪টি ও মুস্তাফিজ ৩ উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। নেপালের সোমপাল কামি, পাউডেল, দীপ্রেন্দ্র ও লামিচানে প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

১০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নেপাল ২৬ রানে ৫ উইকেট হারায়। তানজিম ও মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে ইনিংসের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে ফেরত যান। তবে ষষ্ঠ উইকেটে কুশল মাল্লা ও দীপ্রেন্দ্র ৫২ রান যোগ করে নেপালকে লড়াইয়ে ফেরান।

১৭তম ওভারে মুস্তাফিজের ব্রেকথ্রুয়ে ম্যাচটি বাংলাদেশের দিকে ঝুঁকে যায়। এরপর আর লড়াই করতে পারেনি নেপাল, ১৯.২ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় তারা। তানজিম ৪ ওভারে ২ মেডেনে ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

স্কোর কার্ড:

বাংলাদেশ ইনিংস:

  • তানজিদ ক এন্ড ব সোমপাল ০
  • লিটন ক আসিফ ব সোমপাল ১০
  • নাজমুল ব আইরি ৪
  • সাকিব এলবিডব্লু ব পাউডেল ১৭
  • হৃদয় ক লামিচানে ব পাউডেল ৯
  • মাহমুদুল্লাহ রান আউট ১৩
  • জাকের ব লামিচানে ১২
  • তানজিম ব লামিচানে ৩
  • রিশাদ ক সাহ ব আইরি ১৩
  • তাসকিন অপরাজিত ১২
  • মুস্তাফিজুর রান আউট (পাউডেল/আইরি) ৩
  • অতিরিক্ত: ১০
  • মোট: ১০৬/১০ (১৯.৩ ওভার)

নেপাল বোলিং:

  • সোমপাল: ৩-০-১০-২
  • আইরি: ৩.৩-০-২২-২
  • পাইডেল: ৪-০-২০-২
  • লামিচানে: ৪-১-১৭-২

নেপাল ইনিংস:

  • ভার্তল ব তানজিম ৪
  • আসিফ ক সাকিব ব মুস্তাফিজুর ১৭
  • অনিল ক নাজমুল ব তানজিম ০
  • পাউডেল ক রিশাদ ব তানজিম ১
  • জোরা ক রিশাদ ব তানজিম ১
  • মাল্লা ক নাজমুল ব মুস্তাফিজুর ২৭
  • দীপ্রেন্দ্র ক লিটন ব মুস্তাফিজুর ২৫
  • গুলশান ক হৃদয় ব তাসকিন ০
  • সোমপাল ক লিটন ব সাকিব ৭
  • লামিচানে অপরাজিত ০
  • বোহারা এলবিডব্লু ব সাকিব ০
  • অতিরিক্ত: ১০
  • মোট: ৮৫/১০ (১৯.২ ওভার)

বাংলাদেশ বোলিং:

  • তানজিম: ৪-২-৭-৪
  • তাসকিন: ৪-০-২৯-১
  • মুস্তাফিজুর: ৪-১-৭-৩
  • রিশাদ: ৩-০-১৫-০
  • সাকিব: ২.২-০-৯-২

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top