সেবা ডেস্ক: নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দেশের চারটি জেলায় তীব্র ঝড় বয়ে যেতে পারে। একইসাথে বৃষ্টি ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর এই ঝড়ের প্রভাব পড়তে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কতা:
- নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
- ঝড়ের সময় বাইরে বের না হওয়াই ভালো।
- যদি বাইরে থাকেন তাহলে নিরাপদ আশ্রয় স্থানে চলে যান।
- বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকুন।
- নদীতে মাছ ধরা বা নৌকা চলাচল বন্ধ রাখুন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।