জামালপুর সংবাদদাতা: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জামালপুরের মেলান্দহ পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভূমিকা শীর্ষক সেমিনার ২৩ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
শিহাটা-মহিরামকুল এলাকায় শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি এর আয়োজন করে।
প্রধান মন্ত্রীর সাবেক মূখ্য সচিব-সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আরডিএ’র মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে পেপার উপস্থাপনা এবং মূখ্য আলোচক ছিলেন-বগুড়া আরডিএর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামনিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ক্ষিতিশ চন্দ্র, জামালপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি রাজিয়া সুলতানা, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, জেলা আ’লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.এ. জলিল, জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রেস ক্লাব জামালপুর সহসভাপতি জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাংস্কৃতিক কর্মী তরিকুল ফেরদৌস প্রমুখ।
সভায় জেলা-উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।