জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে এক হাজার ৬২০জন কৃষকরে মাঝে প্রণোদনা হিসেবে ধানবীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫জুন) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অফিস ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরিন, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
পরে দেড় হাজার কৃষককে ৫ কেজি করে উফশী জাতের বীজধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অপরদিকে ১২০জন চাষীকে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।