২০২৪-২৫ অর্থবছরের বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অন্তত ২৮২টি পণ্যের সম্পূরক শুল্ক (এসডি) ও সংরক্ষণমূলক শুল্ক (আরডি) কমানোর প্রস্তাব করেছেন, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে



প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য কিছু পণ্যের দাম কমতে পারে:

প্যাকেটজাত গুঁড়া দুধ

  • আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধের ওপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার।
  • করহার ৮৯.৩২ শতাংশ থেকে কমিয়ে ৫৮.৬০ শতাংশ করার প্রস্তাব।
  • ফলে প্যাকেট গুঁড়া দুধের দাম কমতে পারে।

নির্মাণসামগ্রী

  • রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ম্যাঙ্গানিজের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ।
  • এর ফলে নির্মাণ সামগ্রীর দাম কমতে পারে।

কিডনি ডায়ালাইসিসের ফিল্টার

  • ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ।
  • ডায়ালাইসিস খরচ কমতে পারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য

  • ৩০ প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্যের ওপর উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ।
  • পণ্যগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ আরও কিছু পণ্য অন্তর্ভুক্ত।
  • এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে।

বিদেশি চকলেট

  • চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ।
  • বিদেশি চকলেটের দাম কমতে পারে।

ল্যাপটপ

  • ল্যাপটপ আমদানিতে করভার ৩১ শতাংশ থেকে কমিয়ে ২০ দশমিক ৫০ শতাংশ।
  • ল্যাপটপের দাম কমে আসতে পারে।

সুইচ-সকেট

  • বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ-সকেটের কাঁচামালের আমদানি শুল্ক কমানো।
  • সুইচ-সকেটের দাম কমতে পারে।

ইলেকট্রিক মোটর

  • ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা।
  • ইলেকট্রিক মোটরের দাম কমতে পারে।

মোটরসাইকেল

  • দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টস আমদানির শুল্ক কমানো।
  • মোটরসাইকেলের দাম কমতে পারে।

কার্পেট

  • কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রেপাইলিন ইয়ার্নের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ।
  • কার্পেটের দাম কমতে পারে।

ডেঙ্গু কিট

  • ডেঙ্গু কিট আমদানিতে রেয়াতি সুবিধা।
  • ডেঙ্গু পরীক্ষার খরচ কমতে পারে।

ক্যান্সার চিকিৎসা খরচ

  • ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা।
  • ক্যান্সারের চিকিৎসা খরচ কমে আসতে পারে।

কৃষিযন্ত্র

  • কৃষিকাজের যন্ত্রের দাম কমতে পারে।
  • কৃষি উপকরণ আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত রাখা হবে।

উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ খরচ

  • এয়ারক্রাফটের ইঞ্জিন ও প্রপেলার আমদানি পর্যায়ে মূসক কমানো।
  • উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের খরচ কমতে পারে।

এই পদক্ষেপগুলো দেশের বাজারে পণ্যের দাম কমাতে সহায়ক হবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করবে।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top