সেবা ডেস্ক: ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী লাহোরে অনুষ্ঠিত এক জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসন থেকে মুক্তি ও স্বায়ত্তশাসন লাভের জন্য ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন।
৬ দফার মূল দাবিগুলো ছিল:
- একক প্রাদেশিক পরিষদ: পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য আলাদা আলাদা সংসদ থাকবে।
- স্বায়ত্তশাসন: অর্থনীতি, রাজস্ব ও প্রতিরক্ষার ক্ষেত্রে স্বায়ত্তশাসন থাকবে।
- মুদ্রা নিয়ন্ত্রণ: পূর্ব বাংলার নিজস্ব মুদ্রা থাকবে।
- সামরিক বাহিনী: পূর্ব বাংলার নিজস্ব সামরিক বাহিনী থাকবে।
- ন্যায়বিচার: ন্যায়বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হবে।
- বাণিজ্য নীতি: বাণিজ্য নীতি নির্ধারণে পূর্ব বাংলার অংশগ্রহণ থাকবে।
৬ দফা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল। এই দাবিগুলো পূরণের জন্য বঙ্গবন্ধু এবং তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যান।
শেষ পর্যন্ত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এবং বঙ্গবন্ধুর ৬ দফার দাবিগুলো পূরণ হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।