সেবা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ-উল-আজহা উপলক্ষে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ সকালে গণভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এই শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এমন অনুষ্ঠান সাধারণত প্রধানমন্ত্রী এবং দলের নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে এবং একটি সুন্দর ও সহমর্মিতামূলক পরিবেশ তৈরিতে সহায়ক হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।