ঢাকায় ঈদ জামাতের স্থান ও সময়

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন। এখানে ঢাকার বিভিন্ন এলাকায় ঈদের প্রধান জামাতের স্থান ও সময়ের একটি তালিকা দেওয়া হলো।

ঢাকায় ঈদ জামাতের স্থান ও সময়


  1. জাতীয় ঈদগাহ ময়দান

    • সময়: সকাল সাড়ে ৭টা
    • বিস্তারিত: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
    • প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি: জাতীয় ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হলে, রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করবেন।
  2. বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

    • সময়:
      • সকাল ৭টা
      • সকাল ৮টা
      • সকাল ৯টা
      • সকাল ১০টা
      • ১০টা ৪৫ মিনিট
  3. জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

    • সময়: সকাল সাড়ে ৮টা
  4. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ

    • সময়: সকাল ৮টা ও ৯টা
  5. সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ

    • সময়: সকাল ৭টা
  6. ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

    • সময়: সকাল ৮টা
  7. ফজলুল হক মুসলিম হল (পূর্ব পাশের খেলার মাঠ)

    • সময়: সকাল ৮টা
  8. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠ

    • সময়: সকাল ৭টা
  9. আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদ

    • সময়: সকাল ৮টা
  10. মগবাজার বিটিসিএল কলোনির জামে মসজিদ

    • সময়: সকাল ৮টা
  11. ধানমন্ডির ৩ নম্বর রোডের এনায়েত মসজিদ

    • সময়: সকাল সাড়ে ৭টা
  12. ৭ নম্বর রোডের বাইতুল আমান মসজিদ

    • সময়: সকাল ৮টা
  13. ১২এ রোডের তাকওয়া মসজিদ

    • সময়: সকাল ৮টা
  14. সোবহানবাগ মসজিদ

    • সময়: সকাল ৮টা
  15. গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ

    • সময়:
      • প্রথম জামাত: সকাল ৬টা
      • দ্বিতীয় জামাত: সকাল সাড়ে ৭টা
      • তৃতীয় জামাত: সকাল ৯টা
  16. বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামি

    • সময়: সকাল ৭টা
  17. বসুন্ধরা সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদ

    • সময়: সকাল ৭টা ১৫ মিনিট
  18. এফ ব্লক জামে মসজিদ

    • সময়: সকাল সাড়ে ৭টা
  19. জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদ

    • সময়: সকাল ৭টা ৪৫ মিনিট
  20. কে ব্লকের মদিনাতুল উলুম মাদরাসা

    • সময়: সকাল ৭টা ৪৫ মিনিট
  21. এন ব্লকের ফকিহুল মিল্লাত জামে মসজিদ

    • সময়: সকাল ৮টা

ঈদুল আজহার দিন সকল মুসলিম ভাই-বোনদের এই শুভ মুহূর্তে ভালোবাসা ও কল্যাণ কামনা করছি। ঈদ মোবারক!

(ads1)
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top