সেবা ডেস্ক: যারা আগে কখনো আয়কর রিটার্ন দাখিল করেননি, তারা আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি পর্যায়ের নতুন করদাতাদের এই সুযোগ দিয়েছে। পুরাতন করদাতাদের জন্য নির্ধারিত সময়েই রিটার্ন জমা দিতে হবে, অন্যথায় জরিমানা দিতে হবে।
এনবিআরের তথ্য মতে, ব্যক্তিগত পর্যায়ে যারা আগে রিটার্ন দাখিল করেননি, তাদের আয়বর্ষ ৩০ জুন পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে যেকোনো দিন রিটার্ন দাখিল করা যাবে। নতুন করদাতাদের জন্য এবারের ব্যাখ্যা আয়কর পরিপত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তবে ৪৪ ধরনের সেবা গ্রহণের জন্য করদাতাদের প্রাপ্তিস্বীকারপত্র দেখাতে হবে।
বর্তমানে দেশে এক কোটির বেশি টিআইএনধারী রয়েছেন, যাদের মধ্যে ৪০ লাখ করদাতা ইতিমধ্যে রিটার্ন দাখিল করেছেন। এনবিআরের কর্মকর্তাদের মতে, নতুন করদাতারা ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ গ্রহণ করছেন। সাধারণত, প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত থাকে। নির্ধারিত সময়ের পর দাখিলে ব্যক্তিগত করদাতাদের মাসিক দুই শতাংশ জরিমানা দিতে হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।