সেবা ডেস্ক: সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি চুক্তিভিত্তিক ভিত্তিতে সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা বেতন পাবেন।
তার নিয়োগকাল প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টির উপর নির্ভর করবে।
বৃহস্পতিবার, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
নাঈমুল ইসলাম খান একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন।
তিনি আশা প্রকাশ করেছেন যে, নতুন দায়িত্বে দেশ ও জনগণের সেবা করতে সক্ষম হবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।