সেবা ডেস্ক: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শুক্রবার আসামি বাবু স্বেচ্ছায় তার জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান আদালতে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান।
(ads1)
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই মামলায় এর আগে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব, তানভীর ভূঁইয়া, এবং শিলাস্তি রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
(ads2)
এমপি আনোয়ারুল আজীম আনার অপহরণ মামলার তদন্তে গ্যাস বাবুর স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ মোড় আনবে বলে ধারণা করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।