সেবা ডেস্ক: বিশ্বক্রিকেটে আয়ারল্যান্ডকে সকলেই জায়ান্ট কিলার হিসেবেই চেনে। কিন্তু আজ, ২০২৪ সালের ৮ই জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল কাউন্টি স্টেডিয়ামে আয়ারল্যান্ড ১২ রানে কানাডার কাছে হেরে গেছে।
কানাডার এই জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম।
টস জিতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৩৭ রানে সব উইকেট হারিয়ে ফেলে। কানাডার পক্ষে গর্ডন এবং হেয়লিগার দুটি করে উইকেট শিকার করেছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরু থেকেই টালমাটাল খেয়েছিল। মাত্র ৫৯ রানে তারা ছয় উইকেট হারিয়ে ফেলে। গ্যারেথ ডিলানি এবং মার্ক আদাইরের ৭ম উইকেট জুটি কিছুটা আশা জাগিয়ে তুললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
কানাডার পক্ষে নিকোলাস কির্টন সর্বোচ্চ ৪৯ রান করেছিলেন। আয়ারল্যান্ডের বোলিং বিভাগে ক্রেইগ ইয়ং এবং ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট পেয়েছিলেন।
এই অপ্রত্যাশিত পরাজয়ের মাধ্যমে আয়ারল্যান্ডের বিশ্বকাপে আশা কাঁচা হয়ে গেল। অন্যদিকে কানাডা এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে টুর্নামেন্টে আরও এগিয়ে যেতে চাইবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।