লিয়াকত হোসাইন, জামালপুর প্রতিনিধি: ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে স্মার্ট ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস আয়োজনে শনিবার (৮জুন) উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপত্বিতে এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, অধ্যক্ষ জামাল আবু ননাছের চৌধুরী চার্লেছ,চেয়ারম্যান হাবিবুর ররহমান চৌধুরী,নবাগত মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী,প্রেসক্লাবে সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,কাউন্সিলর মোহন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থাসহ ভূমি সেবায় কেউ যাতে হয়রানী না হয় সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।