হারুন ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর তীর থেকে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ আব্দুস সালাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা।
আটককৃত সালাম গাইবান্ধা জেলার রবিচাঁন শেখের ছেলে।
শুক্রবার (১৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার যমুনা নদী তীরবর্তী কালীতলী ঘাটে বস্তায় করে মাদক পারাপারের সময় এই মদ উদ্ধার করা হয়।
ডিবি-২ এর ওসি মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা থেকে নদী পথে দেওয়ানগঞ্জে মাদক পাচার করা হচ্ছে জানতে পেরে ডিবি-২ এর একটি টিম কালীতলী ঘাটে অভিযান চালায়। অভিযানে আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সাথে ৬টি বস্তায় থাকা ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
শনিবার দুপুরে আটককৃত আব্দুস সালামকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।