বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিন চালিত ভটভটি গাড়ির চাকা ব্লাস্ট হয়ে ভটভটি উল্টে বাপ্পী মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে বকশীগঞ্জ-রৌমারী সড়কের বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী মিয়া বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকার তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ জুন) দুপুরে ভাঙারি ব্যবসার কাজে একটি ভটভটি নিয়ে রৌমারী উপজেলায় যান বাপ্পী মিয়া।
কাজ শেষে ভটভটিতে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে বগারচর ইউনিয়নের রামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে চাকা বøাষ্ট হয়ে ভটভটি গাড়িটি উল্টে খাদে পড়ে যায়।
এসময় মারাত্মক আহত হয় বাপ্পী মিয়া। স্থানীয়রা দ্রæত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পী মিয়াকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, ভটভটি উল্টে গিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।