বকশীগঞ্জে সমকাল সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী কর্তৃক দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান মাসুদের উপর হামলার প্রতিবাদে বকশীগেঞ্জ কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। 

বকশীগঞ্জে সমকাল সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন



৮ জুন শনিবার দুপুরে বকশীগঞ্জ বাসটার মিনালে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করে। আন্দোলনকারী সাংবাদিকরা হামলাকারী মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানান। 
(ads1)
সমাবেশ শেষে সাংবাদিকরা এএসপি সার্কেল ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করেন। 

জানা যায়,বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার তথ্য সংগ্রহ করলে তার উপর ক্ষিপ্ত হয়।
(ads2)
এ ঘটনাকে কেন্দ্র করে ৭ জুন দিবাগত মধ্য রাতে সাংবাদিক মাসুদকে প্রাণ নাশের চেষ্টায় হামলা করে মোটর সাইকেল ভাংচুর করে।  

এ সময় তার ক্যামেরাও ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যন্য সাংবাদিকরা এগিয়ে এসে আহত সাংবাদিক মাসুদকে বকশীগঞ্জ হাসাপাতালে ভর্তি  করেছে। রাতেই মহিলা ভাইস চেয়ারম্যান স্মৃতি ও তার স্বামীর ‍বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এতেই শেষনয়, স্মৃতি ও তার স্বামী উল্টো সাংবাদিক মাসুদের বিরুদ্ধে থানায় মামলা দেয়ার চেষ্টাও করেছে।


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top