বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে রেজেনা বেগম (৪২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৯ জুন) রাত ৯ টার দিকে নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশল নগর গ্রামে এঘটনা ঘটে। গৃহবধূ রেজেনা বেগম দক্ষিণ কুশল নগর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে রেজেনা বেগম তার গরুর খামারে মর্টরের পানি দিয়ে গরু গোসল করাতে যায়।
এসময় মর্টরের লাইন চালু করতে গেলে মর্টরের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয় রেজেনা বেগম। এক পর্যায়ে তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
পরে রেজেনাকে আহতবস্থায় দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তবে এঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।