জামালপুর প্রতিনিধি: জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম-ডিপিএফ এর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তানভীর আহমেদ হীরা।
শনিবার বিকেলে ডিপিএফ-এর অস্থায়ী কার্যালয়ে মাসিক সভায় তাকে সেক্রেটারি নির্বাচন করা হয়।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে মাসিক সভায় সহ সভাপতি সাযযাদ আনসারী, সেক্রেটারি মিস্টার, সদস্য মাহবুবুর রহমান জিলানী, শামীমা বেগম রুবী, সাজেদা পারভীন ঝিনুক, তানভীর আহমেদ হীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সভায় সর্বসম্মতভাবে তানভীর আহমেদ হীরাকে জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সেক্রেটারি নির্বাচিত করা হয়।
তানভীর আহমেদ হীরা পেশায় একজন গণমাধ্যমকর্মী, তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি ও দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি।
তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতীর্থের সাধারণ সম্পাদক, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম-ডিপিএফ কেবিনেট ডিভিশন ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় তথ্য অধিকার, শুদ্ধাচার, সিটিজেন চার্টার, কমিউনিটি ক্লিনিক এই চারটি টুলস নিয়ে কাজ করে এবং এসবের তথ্য সেবা ও স্বচ্ছতা সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।