রাষ্ট্রপতির ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও আহ্বান

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি বাণী দিয়েছেন। তিনি বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে। এ উপলক্ষে রোববার এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এই কথা জানান।

রাষ্ট্রপতির ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও আহ্বান



রাষ্ট্রপতি বলেন, "কুরবানির ত্যাগ আমাদের মাঝে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।" তিনি উল্লেখ করেন যে কুরবানি আমাদের মধ্যে সহানুভূতি ও সহমর্মিতার চেতনা বাড়িয়ে তোলে।

বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, "দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষ কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।"

রাষ্ট্রপতির এই আহ্বান সমাজের সকল স্তরের মানুষের মধ্যে মানবিকতা ও সহানুভূতির মর্মবাণী পৌঁছে দেবে বলে আশা করা যায়।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top