সেবা ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শনিবার (২২ জুন) সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ ও মতবিনিময় করেছেন। সব সেনানিবাস থেকে সেনাসদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।
বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। দরবারে ঢাকা সেনানিবাসের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তারা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।