সেবা ডেস্ক: প্রাণিসম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালে কোরবানির ঈদে সারা দেশে মোট ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদি পশু বিক্রি হয়েছে। যা গত বছরের চেয়ে ১১ লাখ ৭৮ হাজার ২২৮টি বেশি।
পশু বিক্রির পরিসংখ্যান
- মোট মজুদ: ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু
- বিক্রি: ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮টি পশু
- গত বছর বিক্রি: ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু
বিভাগভিত্তিক বিক্রি
- ঢাকা বিভাগ: ২৫ লাখ ২০ হাজার পশু
- চট্টগ্রাম বিভাগ: ১৯ লাখ ৭৪ হাজার পশু
- রাজশাহী বিভাগ: ২৩ লাখ পশু
- ময়মনসিংহ বিভাগ: সবচেয়ে কম পশু বিক্রি
চামড়া সংরক্ষণ
এ বছর কোরবানির ঈদে এক কোটি ১০ লাখ পিস পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের।
ট্যানারি মালিকদের লক্ষ্য
ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ জানান, ‘২০৩০ সালের মধ্যে ১২ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছি। কিন্তু আমি মনে করি, এটা কোনোভাবে বাস্তবসম্মত না।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।