জামালপুর সংবাদদাতা: জামালপুর র্যাব-১৪ অভিযানে মাদক কারবারি লালু সরকার (৬২)কে আটক করেছে। গ্রেপ্তারকৃত লালু জামালপুরের মেলান্দহ উপজেলার চারাইলদার গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে।
র্যাব-১৪ অধিনায়ক, মেজর আব্দুর রাজ্জাক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য, ২৪ জুন বিকেলে লালুর বাড়িতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত লালুকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।