জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের অবসরপ্রাপ্ত ১২জনের মাঝে ভাতা প্রদান করা হয়।
এ উপলক্ষে ৫ জুন বেলা ১১টায় মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-আলহাজ মির্জা আজম এমপি।
ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী দিদার পাশা, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, ট্রাস্টের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান ভুট্রো এবং বিদায়ী শিক্ষক আব্দুস সোবহান বিএসসি প্রমুখ। সভায় অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষক-কর্মচারিদের মাঝে ৫৫ লাখ ৩৫ হাজার ৯শ’ ৫০ টাকার চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন- যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু প্রথম শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা করেছেন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ৩৩ হাজার স্কুলকে সরকারি করণ করেছেন।
বর্তমানে শিক্ষার বেহাল দশা থেকে মুক্তি পেতে শিক্ষকদের নৈতিকতার উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, পরিক্ষায় নাকি ছাত্র ফেল করা যাবে না এমন কালচার থেকে বেরিয়ে আসতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।