জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার পৌরসভার সভাকক্ষে মেয়র কাজিউল ইসলাম ৩৩ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শামিমা আক্তার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল হক শাহ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রবি বোস, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, শ্যামল ভৌমিক, সাংবাদিক জি এম ক্যাপ্টেন প্রমূখ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১১ লাখ ৬১ হাজার ৪শত টাকা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।