লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর: জামালপুরের ইসলামপুরে সাংবাদিক এনামুল হকের উপর হামলাকারী ব্যবসায়ী আরিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিনাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা থেকে তাকে আটক করা হয়।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান-সাংবাদিক এনামুল হকের উপর হামলাকারী ব্যবসায়ী আরিফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গত সোমবার (২৭ মে) দুপুরে ইসলামপুর পৌর শহরের গাওকুড়া আরিফ অটো রাইস মিলে গোদামে চাল মজুত রাখায় কালবেলা পত্রিকার প্রতিনিধি এনামুল হক সহসাংবাদিকরা জানতে চাইলে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আরিফ ধারালো বুঙ্গা (বস্তা থেকে চাল বের করার যন্ত্র) এনামুলের বুকের বামপাশে ঢুকিয়ে দেয়।
এতে গুরুত্বর আহত এনামুল হক জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।