সেবা ডেস্ক: ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন রাজধানী কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্যেই হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার শহরের কেন্দ্রস্থলে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর প্রধানমন্ত্রী মর্মাহত হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে তাকে আঘাত করে।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এই হামলাকে ‘ঘৃণ্য কাজ’ বলে অভিহিত করেছেন এবং এটিকে ইউরোপীয় মূল্যবোধের বিরুদ্ধে একটি আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপরও প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছিল। ডেনিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। -বিবিসি ও এএফপি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।