সেবা ডেস্ক: আবারও সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল। গতকাল সোমবার সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে চালানো ঐ বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপদেষ্টা জেনারেল সাইদ আবিয়ার নিহত হয়েছেন। এতে আরো নিহত হয়েছেন অন্তত ১৬ জন।
মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও ইরানের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোরে সিরিয়ার আলেপ্পোর কাছে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড কর্পসের একজন জেনারেল নিহত হয়েছেন, যিনি দেশটিতে উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন।
এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পশ্চিম আলেপ্পো প্রদেশের হাইয়ানে এক কারখানায় ইসরাইলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থি গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছে।
গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলায় ৭ কর্মকর্তাসহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। এ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে ইরান ও ইসরাইল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।