সেবা ডেস্ক: সম্প্রতি ফেসবুকে ১৫ লাখ টাকায় একটি খাসি কেনার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছিল।
গুঞ্জন উঠেছিল যে, খাসির ক্রেতা মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের ছেলে। কিন্তু মতিউর রহমান এ বিষয়ে অস্বীকৃতি জানান।
সাইয়েদ আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মতিউর রহমানের পারিবারিক ছবি প্রকাশ করে জানান, ফারজানা রহমান ঈপ্সিতার সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং তিনি নিশ্চিত করেছেন যে আলোচিত মুশফিকুর রহমান ইফাত তার ভাই নন।
ফারজানা রহমান ঈপ্সিতা জানান, তাদের পরিবারের একমাত্র ছেলে আহমেদ তৌফিকুর রহমান, যিনি বাংলাদেশেই থাকেন এবং বিবাহিত।
মতিউর রহমানও এই ঘটনার প্রেক্ষিতে বলেন, ‘আমার এক ছেলে রয়েছে, তার নাম তৈাফিকুর রহমান। আলোচিত ইফাত আমার ছেলে নন। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমি তাকে কোনোদিন দেখিনি।’
সাইয়েদ আব্দুল্লাহর পোস্টে বলা হয়, ফারজানা রহমান ঈপ্সিতা তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সবার সামনে তুলে ধরতে অনুরোধ করেছেন এবং পরিবারের ছবিও প্রদান করেছেন।
এই সমস্ত তথ্য সঠিকভাবে ফারজানা রহমান ঈপ্সিতা কর্তৃক প্রদান করা হয়েছে এবং এই তথ্যগুলোর দায়ভারও তার নিজের।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।