জামালপুর সংবাদদাতা: সড়ক ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক, সিএনজি, অটোরিক্সা হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় চাঁদাবাজির মূল হোতাসহ হাতেনাতে ০৮ জন চাঁদাবাজকে এবং চাঁদাবাজির ৩৫,০৪১ হাজার টাকা ও বিভিন্ন আলামত উদ্ধারসহ শেরপুর জেলার সদর থানাধীন এমএস সামাদ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপর হতে চাঁদাবাজদেরকে গ্রেফতার করেছে র্যাব -১৪, সিপিসি-১, জামালপুর।
যানবাহন থামিয়ে রাস্তায় চাঁদাবাজিকালে ৮জনকে আটক করেছে র্যাব-১৪। ২৩ জুন র্যাব-১৪’র কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানোনো হয়।
জানা গেছে, শেরপুর জেলার সদর থানাধীন এমএস সামাদ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়ি/সিএনজি/অটোরিক্সাতে চাঁদাবাজ চক্রের ৮ জন হলো শেরপুরের নবীনগরের মজিবরের ছেলে মোঃ মোশারফ হোসেন (৩৮), আ: সাত্তারের ছেলে মোঃ আল আমিন (৩৭),আজিজলের ছেলে মোঃ আতিকুর হক (৩৯), মোঃ আল আমীন সরকার (৩৮), পিতা-মোঃ আমিনুল হক, সাং-নবীনগর, আফছার আলীর ছেলে মানিক মিয়া (৫৫), বয়রা গ্রামের নূর ইসলামের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩১), চকপাঠক গ্রামের আজাহার আলীর ছেলে আতাউর কবির @ এনামুল (৩৮), এবং তারাকান্দির আল আমিনের ছেলে মোঃ তারা মিয়া (৪০)।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।