লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীতে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সেই বোয়াল মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে যমুনা নদীর শাখা নদী চিনাডুলী বলিয়াদাহ আগারি খালে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়।
ওই এলাকাতেই মাছটি বিক্রি হয়েছে। মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, আমাদের এলাকায় ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। মাছটি ওজন আসে ১৮ কেজি।
মাছটি তিনি কিনে নেন ২২ হাজার টাকার বিনিময়ে। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। একারণে এমন মাছ পাওয়া যাচ্ছে।
এর আগে, ২০২২ সালে জামালপুরে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে স্থানীয় ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন বলেও জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।