বকশীগঞ্জে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১১ জন গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৮ জুয়ারি ও ইয়াবা ট্যাবলেট ও হিরোইন সহ আরও ৩ মাদক ব্যবসায়ীকে কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা।

বকশীগঞ্জে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১১ জন গ্রেপ্তার



শুক্রবার (৭ জুন) রাতে পৃথক পৃথক স্থানে অভিযানে চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

ডিবি-২ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা এলাকায় অভিযান চালায় উপপরিদর্শক আবু রায়হানের নেতৃত্বে ডিবি-২ এর টিম। 
(ads1)
অভিযানে জুয়ার আসর থেকে বাবুল মিয়া (৩২), মিষ্টার আলী (৩৫), হাসান ইমতিয়াজ (৩৫), মাসুদ রানা (৩০), আবু তাহের (৩৫), রফিকুল ইসলাম (৩৯), লেবু মিয়া (৩৫) ও শাহজামাল (৩৫)। 
অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর এলাকা থেকে ৫ গ্রাম হিরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন এবং ইসলামমপুর থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি-২ । 
(ads2)
জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে শনিবার (৮ জুন) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। 
জামালপুর জেলা পুলিশ সুপার মো কামরুজ্জমানের দিকনির্দেশনায় ডিবি-২ মাদক, জুয়া রোধে আন্তরিকতা নিয়ে কাজ করছে। আমাদের জুয়া ও মাদক বিরোধী অভিযান থাকবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top