সেবা ডেস্ক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাকক্ষে 'ডিসকাশন অন ইউনিভার্সিটি বাজেট গভর্মেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিপিএমএস)' শীর্ষক এ কর্মশালা হয়।
এতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এপিএ ফোকাল পয়েন্ট সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এপিএ এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখার প্রধানগণ অংশগ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।