কলকাতায় নিখোঁজ এমপি আনারের লাশ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে কলকাতার পুলিশ।

কলকাতা নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে এমপি আনারের লাশ উদ্ধার



আজ বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এমপি আনারের ব্যক্তিগত সহকারি (পিএস) আব্দুর রউফ কলকাতা পুলিশের মাধ্যমে জেনে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএস জানান, গত ১২ মে দুপুরে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। 

সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার ১৭/৩ মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। 

পরদিন দুপুরে ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধানপার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন। 

সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ আসে, এমপি আনার রাতে ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। 

এ সময় যাতে তাকে আর ফোন না করা হয়। তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন- এমনটাও ম্যাসেজে লেখা ছিল। এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি। 

তিনদিন পর ১৫ মে সকাল সোয়া ১১টায় তিনি শেষ ম্যাসেজে জানান, দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। 

কলকাতার বরাহনগর থানায় ১৮ মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাস।

রোববার (১৯ মে) পরিবারের পক্ষ থেকে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করা হয়। এরপর বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সংসদ সদস্য আনারের সন্ধানে ব্যাপক ততপরতা শুরু করে। এরই মধ্যেনআজ তার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ কলকাতা পুলিশের কাছ থেকে নিশ্চিত হয়ে আরও জানান, গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে উদ্ধার হয়েছে সংসদ সদস্যের মৃতদেহ। বুধবার নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হয় ওই তার খন্ডিত দেহ।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

কিন্তু কে বা কারা খুন করল, কেনই বা খুন করল এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। ইতোমধ্যে ভারতের আইন প্রয়োগকারি সংস্থার পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে আবাসনে সিসিটিভি ফুটেজ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও অনুরূপ খবর দেওয়া হয়েছে।

এদিকে এমপি আনারের স্ত্রী, কন্যা, ভাতিজা এখন কলকাতায় অবস্থান করছেন।

এমপি আনারের জন্ম ১৯৬৮ সালে ৩ জানুয়ারি। তিনি কালীগঞ্জে পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার  বাসিন্দা। আনার বিবাহিত এবং দুই কন্যার পিতা। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরআগে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

(ads1)

এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে।
বুধবার নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো বলেন, চিকিৎসার জন্য আনোয়ারুল আজীম দেশের বাইরে গিয়েছিলেন। সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ভারতের পুলিশ নিশ্চিত করেছে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আসাদুজ্জামান খান বলেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না। বাংলাদেশিরা খুন করেছে। সেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে।

তিনি বলেন, আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না।


এমপি আনার হত্যায় জড়িত মূলহোতা আটক: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, চিকিৎসা নিতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত মূলহোতাকে আটক করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনোরুল আজীমের হত্যাকাণ্ড আমাদের জন্য নিঃসন্দেহে মর্মান্তিক ও বেদনাদায়ক। তাকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে। তবে হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

তিনি আরো বলেন, এরই মধ্যে ঘটনার মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা মিশনের মাধ্যমে সবকিছুর খোঁজ রাখছি। মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।

(ads2)

এমপি আনারের মৃত্যু নিয়ে ভারত এখনো কিছু জানায়নি: আইজিপি

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের মৃত্যু নিয়ে ভারত এখনো কিছু জানায়নি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি গণমাধ্যম সূত্রে।

তবে ইন্ডিয়ান বা কলকাতা পুলিশ আমাদের এখনো কিছু নিশ্চিত করেনি। তিনি জীবিত নাকি মৃত তা এখনো অফিসিয়ালি নিশ্চিত নই। আমরা যৌথভাবে কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।

বুধবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্তে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আনোয়ারুল আজিম আনারের মৃত্যু বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা কলকাতা পুলিশ ও ইন্ডিয়ান পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যে খবরটা এসেছে তা সংশ্লিষ্ট ইন্ডিয়ান পুলিশ কর্তৃপক্ষ আমাদের অ্যাম্বাসির মাধ্যমে সরকারিভাবে নিশ্চিত করেনি। আমরা জেনেছি তারা সার্চ করছেন। আমাদের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করছি।

তাকে কি হত্যা করা হয়েছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। যখন তথ্য পাবো তা আপনাদের জানানো হবে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বিষয়ে কার সঙ্গে যোগাযোগ হচ্ছে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে। তারা যখন যে ধরনের তথ্য চাচ্ছেন আমরা সেটা দিচ্ছি। তাদের তদন্তের স্বার্থে এবিষয়ে বেশি কিছু না বলাই শ্রেয় হবে।

তার মৃত্যুর বিষয় জানতে চাইলে আইজি বলেন, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। যখন সুনির্দিষ্ট তথ্য পাবো তখন নিশ্চিত করতে পারবো। তখন জানাব। এখন পর্যন্ত আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমরা তো যোগাযোগ করছি। তারা তো নিশ্চিত করেননি।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে হুন্ডি, নারী পাচার ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কি না জানতে চাইলে আইজিপি বলেন, এই মোটিভ নিয়ে ইন্ডিয়ান পুলিশ কাজ করছে। আমরাও কাজ করছি। এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করার সময় হয়নি। যথা সময়ে এটা পরিষ্কার হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন প্রমুখ।  


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top