শফিকুল ইসলাম: ষষ্ঠ রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শালু আড়াইশ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয় লাভ করেছেন।
কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ২৪ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসি টেলিফোন প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ২৫৩ ভোট।
নির্বাচনে শহিদুল ইসলাম শালু ২৫১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
বহিস্কৃত উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি ইমান আলী চেয়ারম্যান প্রার্থী ব্যাটারি প্রতিকে ১৫ হাজার ৮৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সামসুল দোহা মাইক প্রতিকে পেয়েছেন ৪০ হাজার ৪০৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকতম প্রতিদ্বন্দি সেকেন্দার আলী চাঙ্গা টিউবয়েল প্রতিকে ১২ হাজার ৯১৩ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি হাঁস প্রতিকে ৪৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আয়েশা সিদ্দিকা আইরিন ফুটবল প্রতিকে ১৭ হাজার ৪২৯ ভোট পেয়ে পরাজিত হন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।