নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক পারাপারের সময় দ্রæতগতির পিকআপের ধাক্কায় ষাটোর্ধ্ব বৃদ্ধ নিহত হয়েছেন।
বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনার পরপরই পিকআপসহ চালককে আটকের পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সড়ক পরিবহন আইনে দায়েরকৃত মামলায় পিকআপ চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাত সোয়া ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন প্রামাণিক (৭০) উপজেলার কালাই-চাপর এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আটক পিকআপ চালক রাজু মিয়া (২৫) বগুড়া সদরের নওদাপাড়ার আব্দুস সালামের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, ষাটোর্ধ্ব বৃদ্ধ কুন্দারহাটে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে বগুড়া-নাটোর মহাসড়ক পার হচ্ছিলেন।
এসময় নাটোর থেকে বগুড়াগামী দ্রæতগতির পিকআপ বৃদ্ধকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ঘাতক পিকআপ (বগুড়া ন-১১-১৬৭৯) ও চালককে আটক করে। খবর পেয়ে কৃন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।