আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে হজ¦ এসেন্সিগুলোর উদ্দেশ্যে ধর্ম মন্ত্রী মো: ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, আমরা যখন ঘোষণা দিয়েছি বেশীরভাগ হজ¦যাত্রী সরকার বহন করবে তখন এজেন্সিগুলো কষ্ট পেয়েছে, তারা এখন অনেক কথাই বলছে, তাদের কথার সাথে কাজের কোন মিল নেই।
আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করব, কেউ যদি অপরাধ করে, নিয়মতান্ত্রিভাবে কাজ করতে ব্যার্থ হয় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বুধবার দুপুরে জামালপুর জেলা মডেল মসজিদে দিনব্যাপী হজ¦ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা এ বছর অনেক অনুরোধ করে অনুমতি নিয়ে আড়াইশ হজ¦ এজেন্সিকে কাজ করার সুযোগ দিয়েছি।
কিন্তু আগামী বছর থেকে লিড এজেন্সি থাকবে ৫৬টি, তাদের অধীনে অন্যরা কাজ করতে পারে। আমরা হজ¦ ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালাইজড করছি। আগামীতে বাংলাদেশের হজ¦ ব্যবস্থাপনা হবে বিশে^র মধ্যে সবচেয়ে স্মার্ট ও মডেল।
জামালপুর হাজ¦ী ফাউন্ডেশন আয়োজিত হজ¦ প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে জেলা প্রশাসক মো: শফিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর হাজ¦ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় হজ¦ গমনেচ্ছু প্রায় পাঁচশ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।