জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রাজু মিয়া (২৪) নামের এক মিস্ত্রি নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু উপজেলার চন্দ্রখানা এলাকার হযরত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত রাজু মিয়া উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহলে ওয়াইফাই লাইনের কাজ করতে যায়। পরে ওয়াইফাই লাইনের সংযোগ দিয়ে নামার সময় ভুলবসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে।
ফুলবাড়ী সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ হারুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।