সেবা ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন আজ ২৯ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী দিদার পাশা (মোটরসাইকেল) এবং এমদাদুল ইসলাম (আনারস) প্রতিদ্বন্ধিতা করবেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা ফরিদ পুথি (ফুটবল), কামরুন্নাহার কানন (সিলিং ফ্যান), জেসমিন আখতার (হাঁস), মাহবুবা চৌধুরী ¯িœগ্ধা (প্রজাপতি), জেনিন তাসনিন জোনাকি (কলস) প্রতিদ্বন্ধিতা করবেন।
একইদিন ভাইস চেয়ারম্যান পদে হাসমত উল্লাহ হাসমত (তালা), ইব্রাহিম খলিলুল্লাহ (চশমা), মাসুদুর রহমান (টিয়া পাখি), আবু হাসান মাহমুদ (টিউবওয়েল), জাহাঙ্গীর আলম (মাইক) প্রতিদ্বন্ধিতা করবেন।
সহকারি রির্টানিং কর্মকর্তা মাহবুবা হক জানান-ইভিএম পদ্ধতি এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তৃতি গ্রহণ করা হয়েছ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।