জামালপুর সংবাদদাতা: আসন্ন জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশার সমর্থনে মোটর সাইকেল শোডাউন ২৪ মে অনুষ্ঠিত হয়। ক্লাব-৯১ এর আয়োজন করে।
এ উপলক্ষে সকাল ১০টায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মোটর সাইকেল শোডাউনের শুভ উদ্ধোধন করেন চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা।
ক্লাব-৯১ এর সভাপতি ড. জামিল হোসাইন এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ পুরো বহরের নেতৃত্ব প্রদান করেন।
উমির উদ্দিন হাই স্কুল থেকে শোডাউনটি বের হয়ে আদ্রা, নয়ানগর, চরবানিপাকুরিয়া, ঝাউগড়া, ঘোষেরপাড়া, ফুলকোচা ইউনিয়নসহ মেলান্দহ এবং হাজরাবাড়ি পৌর এলাকা প্রদক্ষিণ করে।
ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম সাবেক প্যানেল মেয়র, প্রভাষক জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, শাহজাহান বাঘা, রফিকুল ইসলাম মিল্লাত, সাখাওয়াত হোসেন তালুকদার, আরিফুল ইসলাম রঞ্জু, কামরুল হাসান সাজু, শাহজাদা, আলা উদ্দিন, উজ্জল মিয়াসহ আরো অনেকেই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।